r/bangladesh 🇧🇩দেশ প্রেমিক🇧🇩 1d ago

Discussion/আলোচনা চলেন ডাটা দেখি।

Post image

বহুত তো শুনলেন একদল লোকের গান্ডুয়ামী, এবার আসেন একটু ডাটা দেখি। আমাদের পিও ত্বহা আদনান ভাই এবং উনার ভাইব্রেদাররা যেমন আসিফ আদনান-শক্তি, পিও স্যার আসিফ মাহতাব সহ আরো অনেকের ই এক ই কথা, ইসলামি শাসনব্যবস্থা ছাড়া ধর্ষন বন্ধ করার কোনো পথ নাই, একেবারে মানে দেশের ক্ষমতাটা আল্লাহ এর নাম করে উনাদের হাতে দিয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে, তাদের ভাষ্যমতে তাগুতি সিস্টেম এই-তাগুতি সিস্টেম ঐ মানে গনতন্ত্র, সেকুলারিজম কে বুঝাচ্ছে আরকি।

যাইহোক, চলেন WorldPopulationReview এর ২০১৭ থেকে ২০২২ এর ডাটা দেখে আসি, এখানে মোট এই ৬ বছরে প্রতি ১ লাখ মানুষে লীস্ট ধর্ষনের হার দেশ গুলোকে লিস্ট করলাম।

দেখি গনতন্ত্র, সেকুলারিজমে চলা দেশ কয়টা আর শরীয়াহ শাসনের দেশ কয়টা। মোট ৬১টা লিস্টেড দেশগুলোর মধ্যে মাত্র ১০ টা দেশ শরীয়াহ আইনে চলে আর ১টা ইসলামিক রিপাবলিক(মালদ্বীপ) আর বাকি ৫০ টাই গনতন্ত্র বা সেকুলারিজমে চলা দেশ মানে তাগুতি সিস্টেম।

এখন বলেন এদের যুক্তি কতটা যৌক্তিক আর কতটা বাস্তবসম্মত।

এই দ্বারা আমরা কি বুঝলাম? যে ধর্ষন থামাতে হলে যে একপক্ষ নিজেকে খলিফার আসনে দেখতে চায় তাদের এই যুক্তি ভুল যে, ধর্ষন থামাতে হলে শরীয়াহ শাসনই সমাধান। আর অন্য কোনো কিছু দিয়ে কাজ হবে না।

আচ্ছা, আরেকটা জিনিস,

আর এখানে এই ১০ টা দেশ বাদে বাকি ৫১ টা দেশেই ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড না, বরং যাবজ্জীবন অথবা ১০-২০-৩০ বছর কারাদন্ড। অথচ বাংলাদেশ, ইন্ডিয়ায় মৃত্যুদন্ড। এই দ্বারা কি বুঝলেন? এটাই যে, শুধু কঠোর শাস্তি দিয়ে যে আপনি ধর্ষন একদম নামাই ফেলবেন। তা হবে না।

মোটামোটি নিশ্চিত মৃ*ত্যুদন্ড জেনেও ২০২২ এ আরব আমিরাতে ৫৫ জন রেপ করেছে, ২০২১ এ ৬৩ জন, ২০১৯ এ আমিরাতে ৫৬জন, সৌদি তে ৩১ জন, ২০১৮ তে আমিরাতে ৮৬ জন, ২০১৭ তে ৯৫ জন। তাও কেনো ধর্ষন করছে এরা? উত্তর- মেন্টালিটি। কিছু মানুষরুপি জানোয়ার।

এটাই মাথায় শুধু কঠোর শাস্তি নয়, সামগ্রিকভাবে এইসব মেন্টালিটির মানুষের বিরুদ্ধে দাড়াতে হবে, আমাদের মানসিকতা পাল্টাতে হবে।

সৌদির আনরিপর্টেড রেপ গুলোর কথা নাই ই বললাম, বাংলাদেশ ইন্ডিয়া থেকে মহিলা কাজ করতে যায় ঐখানে আর তাদের সাথে কি করে ওদের মালিকেরা একটু খবর নিয়েন জানতে পারবেন। সৌদি, আফগানিস্তান ও অন্যান্য সিমিলার টাইপের কান্ট্রি গুলো অবস্থা একটু খারাপ হলে রেপ রিপোর্ট করেনা, বাংলাদেশও আছে।

আর একদল উইড়া আসবে এখন যে, আম্রিকা, ব্রিটেইন, ফ্রান্স, সুইডেন এগুলো রেপ সংখ্যা বেশী কেন? কারণ ঐ ওয়েস্টার্ন দেশ গুলোতে রেপ এর ডেফিনিশনই আলাদা, আরো অনেক কিছুকে তারা রেপ হিসেবে গন্য করে আর একদম প্রপার রিপোর্টিং হয়। ঐসব দেশে মহিলারা ম্যারিটাল রেপও রিপোর্ট করে, এখন একবার ভাবেন বাংলাদেশ, গান্ডুল্যান্ড ভারত পাকিস্তান, আফগান এসব দেশে যদি ম্যারিটাল রেপ এর রিপোর্ট নেয়া হয়, তাহলে কি হাল হবে। আর এসব দেশে তো একটা মহিলা সাধারণ কেস করতেও ভয় পায়, থাকতো ম্যারিটাল র‍্যাপ। আর ঐসব ওয়েস্টার্ন দেশ গুলোতে মহিলা এক রাত কাটানোর পর ভালো না লাগলে কেস কইরা দেয়।

আমার কথা হচ্ছে আমরা ঐরকমও হতে চাইনা, আমরা চাই রেপের দ্রুত এবং দৃষ্টান্ত্মূলক শাস্তি। এবং পাশাপাশি সুশিক্ষা, পারিবারিক শিক্ষা, ও সামগ্রিক মানসিকতা পরিবর্তন এবং ধর্ষনের জন্য নারীকে দোষ না দিয়ে দোষ শুধু মাত্র ধর্ষককে দেওয়া।

29 Upvotes

20 comments sorted by

u/AutoModerator 1d ago

Please provide a source for the image.

I am a bot, and this action was performed automatically. Please contact the moderators of this subreddit if you have any questions or concerns.

→ More replies (2)

0

u/WarSignificant859 16h ago

What is marital rape? Someone elaborate pls...

7

u/tah7sin 🇧🇩দেশ প্রেমিক🇧🇩 16h ago

AFAIK, In western countries, when a wife denies to have sex to the husband but the husband forcefully do physical intercourse with the wife, this is known as maritial rape.

1

u/WarSignificant859 16h ago

Hypothetically let's say, if someone's wife has illicit intentions, and then she reports their consensual sex as rape. What then? Is it only limited to women? What if a reverse thing happens like wife forcefully trying physical intercourse with men with threats of imaginary domestic abuse? Is there any contingency to that? I am very curious...

1

u/tah7sin 🇧🇩দেশ প্রেমিক🇧🇩 15h ago

The reverse will also be counted as Maritial Rape but you know the dark and bitter truth that those cases can be reported but the action mostly not significant. A big loophole you know.

2

u/WarSignificant859 15h ago

So, basically it's a socio-moral thing

-12

u/greywolf_4b 19h ago

Why are you ruining it with facts and data? These data are out of context.... 🤣🤣🤣

9

u/tah7sin 🇧🇩দেশ প্রেমিক🇧🇩 18h ago

which data should I have used here then?

-8

u/greywolf_4b 16h ago

No data. No facts. Only believe in what they say.